নাটোর প্রতিনিধি
পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে যাক্রিক ত্রুটিতে সৃষ্ট আগুনের ঘটনায় তিন ঘণ্টা বিলম্বে ছেড়েছে ট্রেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে মাধনগর রেলস্টেশনে একটি বগির চাকার কাছে আগুণ লাগলে পরে বগটি রেখেই সন্ধ্যা ৭টার দিকে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান,পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টায় নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনে পৌঁছায়।
এসময় হঠাৎ করেই একটি বগির চাকার কাছে আগুন ধরে ধোয়া উঠতে থাকে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীরা ট্রেনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জানালে ত্রুটিপূর্ণ জায়গা মেরামতের চেষ্টা করে তারা। কিন্তু মেরামতের ব্যর্থ হওয়ায় পরে ত্রুটিযুক্ত বগি রেখে রাত ৭টার দিকে ৩ ঘণ্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।
এবিষয়ে মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজিজুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বিকাল ৪টার দিকে মাধনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। তখন ট্রেনের পরিচালক বলেন,গাড়ীটি দ্রুতগতিতে চালালে একটি বগিতে আগুন ধরে যাচ্ছে। পরর্বতীতে ত্রুটিযুক্ত বগিটি রেখে সন্ধা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।
নাটকীয়তা ছড়ানো ম্যাচে হাসলো বাংলাদেশ