ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাই সনদে ঐকমত্য না এলে একাধিক প্রক্রিয়া দেবে কমিশন: আলী রীয়াজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:২২ পিএম

জাতীয় ঐকমত্য গঠনের জন্য প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সমঝোতা না হয়, তবে বিকল্প একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে জাতীয় ঐকমত্য কমিশন। এমন মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছয়টি প্রস্তাব এসেছে। আমরা আশা করি আলোচনা করে তা একটি জায়গায় আনা যাবে। ৩০টি রাজনৈতিক দল যদি সম্মিলিতভাবে একটি প্রস্তাব দিতে পারে, তাহলে সেটাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করব। তবে একমত না হলে, কমিশন বিভিন্ন বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ করবে।’

কমিশনের সহ-সভাপতি জানান, ১৭ সেপ্টেম্বরের আলোচনা থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো ইতোমধ্যে বিশেষজ্ঞদের কাছে অবহিত করা হয়েছে এবং তারা পরামর্শ দিয়েছেন। আজ সকালে আমরা প্রধান উপদেষ্টা ও কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন।

আলী রীয়াজ স্পষ্ট করেন, ১৫ অক্টোবরের আগেই এই প্রক্রিয়া শেষ করতে হবে। নির্বাচনি প্রস্তুতি শুরু হয়ে গেছে।রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ব্যস্ততা বিবেচনায় রেখেই আমরা দ্রুততা চাচ্ছি, যেন কোনও কাজে বিঘ্ন না ঘটে।

প্রত্যাশার জায়গা তৈরি করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, আপনারা যদি দলগত অবস্থান ছাড়িয়ে সম্মিলিতভাবে একটি সুস্পষ্ট প্রস্তাব দেন, সেটি গ্রহণ করে আমরা বিশেষজ্ঞদের কাছে আর যাব না। তবে একমত না হলে, পরবর্তী ধাপে বিশেষজ্ঞদের সঙ্গে পুনরায় আলোচনায় বসা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছেন। এটি শুধু দায়িত্ব নয়, আমাদের প্রতি ঋণ। সেই ঋণ শোধের পথ হচ্ছে কাঠামোগত সংস্কার। কেবল সনদ স্বাক্ষর করলেই চলবে না, সেটার বাস্তবায়ন এবং তার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আলী রীয়াজ রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ১৬ বছর ধরে আপনাদের কর্মীরা অত্যাচার, নিপীড়ন সহ্য করেছে, জীবন দিয়েছে। তারা একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায় আমাদের সবার।

তিনি দলগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আজকের বৈঠকে আপনারা যদি সুনির্দিষ্ট, স্বল্প এবং সম্মিলিত প্রস্তাব দিতে পারেন, তবে সেই ভিত্তিতে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব।

DR
আরও পড়ুন