ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক-সহকারী প্রধান নিয়োগ বন্ধ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ সমপর্যায়ের পদে নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি, এসব পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে সই করেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে সম্পন্ন হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।

আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

DR/FJ
আরও পড়ুন