ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুমুদ ফ্লোটিলা: গ্রেটা থুনবার্গসহ আটক ১৭১ জনের মুক্তি

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পিএম

গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তারা জানান, তারা নৌবহর থেকে আটক করা ১৭১ জনকে মুক্তি দিয়ে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠিয়েছেন।

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন বলেও জানানো হয়েছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোচনায় অংশ নিতে হামাসের প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যেই মিশর পৌঁছেছেন। ইসরায়েলের প্রতিনিধিদেরও সোমবার মিশর পৌঁছানোর কথা রয়েছে। তাদের মধ্যকার আলোচনার মাধ্যমে দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়া, যাকে লক্ষ্য করে গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছিল ইসরায়েল। তিনি রোববার মিশর পৌঁছেছেন।

অন্যদিকে রেডক্রস জানিয়েছে, তারা হামাসের কাছে বন্দি ইসরায়েলি জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনতে এবং গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। খবর বিবিসির

FJ
আরও পড়ুন