সিরাজগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের পাকা রাস্তার ওপর থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ‘বুধবার (৮ অক্টোবর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনুমানিক ২৪-২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা এবং ঘটনার তদন্ত চলছে।’
কক্সবাজারে কিশোরী অপহরণ, অভিযুক্ত যুবক আটক 