ট্রাম্পের বিষয়ে যা জানালো নোবেল কমিটি

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

চলতি বছরের বহুল আলোচিত নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এবং গণতন্ত্রকামী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি এই ঘোষণা দেয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কার পাওয়ার ব্যাপারে প্রকাশ্যেই ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। একাধিক বক্তব্যে তিনি দাবি করেছিলেন, বিশ্বব্যাপী ৮টি যুদ্ধ বন্ধ করেছেন এ কারণে তার নোবেল পাওয়া উচিত।

মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার পর এক সাংবাদিক নোবেল কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্সের কাছে প্রশ্ন করেন, ট্রাম্পের নিজের তরফে ও বিশ্বজুড়ে বিভিন্ন মহল থেকে আসা চাপ বা প্রচারণা কি পুরস্কার ঘোষণায় প্রভাব ফেলেছে।

এর জবাবে নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, নোবেলের দীর্ঘ ইতিহাসে আমরা এ ধরনের প্রচারণা এবং মিডিয়ার চাপ দেখে আসছি। প্রতি বছর আমাদের কাছে হাজার হাজার সুপারিশ ও চিঠি আসে। তবে নোবেল শান্তি পুরস্কার কেবলমাত্র প্রাপকের কাজ ও অবদানের ওপর ভিত্তি করে এবং আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী প্রদান করা হয়।

পুরস্কার ঘোষণার আগেই ট্রাম্প বলেন, ওবামা কিছু না করেও নোবেল পেয়েছেন। আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি এমনটা আগে কখনো হয়নি। আমি যুদ্ধ থামিয়েছি, বহু মানুষের জীবন রক্ষা করেছি। তাই আমার নোবেল পাওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, ওবামা নোবেল পেয়েছে, অথচ সে নিজেই জানতো না কেন সে পুরস্কার পেল। ওবামা আমেরিকার ক্ষতি ছাড়া কিছুই করেনি।

নোবেল কমিটি জানিয়েছে, মারিয়া কোরিনা মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলায় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে তার সাহসী ও নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ।

তিনি ছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী। কিন্তু স্বৈরশাসন তার প্রার্থিতা বাতিল করে দেয়। এরপর তিনি অন্য প্রার্থী এডমুন্ডো গনজালেজ উরুতিয়াকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেন।

DR/MMS