কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় জনগণ। রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ সমাবেশ করা হয়।
এ সময় বিভিন্ন শ্লোগানে তারা ভৈরবকে জেলা ঘোষণা করার দাবি করেন। এছাড়া সরকার ভৈরবকে অবিলম্বে জেলা ঘোষণা না করলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র ও যুবসমাবেশের সভাপতি মাওলানা শাহারিয়ার, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, ছাত্রনেতা জাহিদুল, হিমু, মহিউদ্দিন পরাগ প্রমুখ।
স্থানীয় দুর্জয় মোড়ে সমাবেশের পর তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ ও ঘেরাও করে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় ছাত্র-জনতা ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করলে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
সমাবেশে ছাত্র-জনতা শ্লোগান দেন, ‘আমরা ময়মনসিংহ বিভাগে যাব না, কিশোরগঞ্জ জেলায় থাকব না’, ‘২০০৯ সালের গেজেট বাস্তবায়ন করে ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণা করতে হবে’, ‘ভৈরব জেলা চাই, জেলা চাই’।
সমাবেশে ছাত্র-জনতা ঘোষণা করেন, ভৈরবকে শীঘ্রই জেলা করা না হলে তারা তীব্র আন্দোলন করবেন।
জানা গেছে, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে সংযুক্ত করা হবে’ এমন একটি খবর প্রচার করা হয়। এই দুই জেলা ঢাকা বিভাগের সাথে সংযুক্ত ছিল।
ইতোপূর্বে ময়মনসিংহ বিভাগ গঠনের সময় সরকার কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে সংযুক্ত করতে চাইলে কিশোরগঞ্জবাসী তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলে। পরে সরকার সিদ্ধান্তটি বাতিল করে।
এর আগে ২০০৯ সালে ভৈরবকে জেলা করার দাবিতে ভৈরববাসী তীব্র আন্দোলন করে। সে সময়ে ভৈরববাসীর আন্দোলনের মুখে ২০০৯ সালের ১৫ অক্টোবর বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ এর মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপন দিয়ে একটি গেজেট প্রকাশ করে। গেজেটে ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে বিষয়টি সামগ্রিকভাবে পরীক্ষা ও পর্যালোচনা করে সুপারিশ করার জন্য ৯ সদস্যের একটি কমিটির নাম দেওয়া হয়। ওই কমিটির সভাপতি করা হয় অতিরিক্ত সচিব, মন্ত্রীপরিষদ বিভাগ।
কমিটির কার্য পরিধিতে প্রশাসনিক বিভিন্ন দিকের পর্যালোচনা করে দ্রুত সুপারিশ করতে বলা হয়েছিল। পরবর্তীতে রহস্যজনক কারণে ভৈরবকে ৬৫তম জেলা করার সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়। এরপর কয়েকমাস ভৈরববাসী জেলা বাস্তবায়নের জন্য আন্দোলন করে। পরে উচ্চ পর্যায়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয় আন্দোলন।
১৬ বছর পর কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে সংযুক্ত করার খবর ফেসবুকে দেখে ভৈরববাসী নতুন করে জেলা বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছে।
ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ভৈরব চেম্বারের সভাপতি হলেন জাহিদুল হক জাবেদ