ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে চলমান আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১২ অক্টোবর) বিকেলে তিনি আন্দোলনস্থলে উপস্থিত হয়ে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দেওয়া হলে শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সকাল থেকেই হাজার হাজার শিক্ষক-কর্মচারী ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন।

দুপুরে আন্দোলনরত শিক্ষকদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন, কেউ কেউ প্রতিরোধের চেষ্টা করেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখানেই আমাদের অবস্থান চলবে।’

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলন করে আসছেন। সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন আন্দোলনকারীরা।

MMS
আরও পড়ুন