ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আগ্রহী বাংলাদেশ’

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নে অগ্রসর হতে চায় বাংলাদেশ- এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘ইইউ বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। আমরা বাণিজ্য সম্ভাবনার সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় বাণিজ্যিক তথ্য উপাত্ত বিশ্লেষণের পর বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (Comprehensive Economic Partnership Agreement – CEPA) পথে এগিয়ে যেতে চাই। এর ধারাবাহিকতায় ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে।’

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে আমাদের মধ্যে কিছু বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে উভয় পক্ষের জন্যই সমৃদ্ধির সুযোগ রয়েছে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্স, জার্মানি, ইতালি ও সুইডেনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং ইইউ ডেলিগেশনের ট্রেড অ্যাডভাইজর আবু সাইদ বেলাল।

MMS
আরও পড়ুন