২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। গত সপ্তাহে পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও শিক্ষক গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদেও তারা আন্দোলনে অনড় রয়েছেন।
এর ফলে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। রাজধানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত থাকলেও কোনো ক্লাস নিচ্ছেন না। অন্যদিকে, ঢাকায় অবস্থান নেওয়া শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশ নিচ্ছেন।
রোববার রাত শহীদ মিনারেই কাটিয়েছেন তারা। এরপর সোমবার সকাল থেকে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না। হামলার বিচার এবং দাবিগুলো বাস্তবায়ন হলেই আন্দোলন প্রত্যাহার করা হবে।
রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, ক্লাস-পরীক্ষা পুরোপুরি বন্ধ থাকলেও শিক্ষকরা উপস্থিত রয়েছেন। তবে কোনো ধরনের একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
শিক্ষকরা বলেন, সীমাহীন কষ্ট আর দুর্ভোগ সহ্য করেও তারা খালি হাতে ফিরে যেতে চান না। প্রজ্ঞাপন আদায় করেই ঘরে ফিরবেন—এমন প্রতিজ্ঞায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
দাবি না মানলে সড়ক ছাড়বে না সাত কলেজ শিক্ষার্থীরা