ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্বর্ণার ফিফটিতে বিশ্বকাপে রেকর্ড বাংলাদেশের

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম

দীর্ঘদিন ধরে ব্যাটিং ব্যর্থতার জালে জর্জরিত ছিল বাংলাদেশ নারী দল। একের পর এক ম্যাচে হতাশ করেছে টপ অর্ডার। কিন্তু বিশাখাপত্তমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অবশেষে দেখা মিলল আলো ঝলমলে এক ইনিংসের-যেখানে ব্যাট হাতে জ্বলে উঠলেন স্বর্ণা আক্তার। মাত্র ৩৪ বলে ফিফটি করেন। এটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম অর্ধশতক। নিগার সুলতানা জ্যোতির ৩৯ বলে ফিফটির রেকর্ড ভাঙেন তিনি। তার আগুনে ব্যাটিংয়ে রেকর্ড গড়া সংগ্রহ পেল বাংলাদেশ।

আজ ভারতের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে টাইগ্রেসরা-যা নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

বাংলাদেশ ইনিংসের শুরুটা ছিল মেপে খেলার মতোই। ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক দেখেশুনে রান তুলতে থাকেন। দুজনের ব্যাটে আসে ৫৩ রানের উদ্বোধনী জুটি। ঝিলিক ২৫ রানে ফিরলেও, ইনিংসের ভিত গড়ে দেন ফারজানা ও পরের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।

ফারজানা ৩০ রানে বিদায় নেওয়ার পর ক্রিজে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনের পার্টনারশিপেই বদলে যায় ম্যাচের মোড়। সুপ্তার ধীরস্থির ব্যাটিংয়ের সঙ্গে জ্যোতির কার্যকর সমর্থনে দল পায় ১৫০ রানের ভিত্তি। জ্যোতি করেন ৩২ রান, আর ফিফটি তুলে নিয়ে রান আউট হন সুপ্তা (৭৭ বলে ৫০)।

ইনিংসের শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান স্বর্ণা আক্তার। নামার পর থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হন তিনি। দারুণ কিছু স্ট্রোক ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দ্রুত ফিফটি তুলে নেন মাত্র ৩৫ বলে।

শেষদিকে তার সঙ্গে ছিলেন রিতু মনি, যিনি ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে এনে দেন মর্যাদাপূর্ণ সংগ্রহ। দেখা মিলল বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে নতুন মাইলফলক।

আরও পড়ুন