আফগানিস্তান থেকে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী হামলা হলে দেশটির ভেতরেই সন্ত্রাসী আস্তানায় সামরিক অভিযান চালানো হবে- এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ ঘোষণা দেয় বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সম্প্রতি তালেবান-সম্পৃক্ত ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং কমান্ড স্থাপনায় আঘাত হেনেছে, যেগুলোকে তারা ‘পাকিস্তানবিরোধী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে চিহ্নিত করেছে।
সামরিক বাহিনীর দাবি, এই অভিযান ছিল সীমান্তে পাকিস্তানি চৌকিতে ‘বিনা উসকানিতে চালানো হামলার’ জবাব।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসলামাবাদ আফগান প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছে- যদি তাদের মাটি থেকে জঙ্গি তৎপরতা অব্যাহত থাকে, তাহলে পাকিস্তান সরাসরি আফগান ভূখণ্ডে পাল্টা হামলা চালাবে।
অন্যদিকে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে, টানা সংঘাত অব্যাহত থাকলে সীমান্ত এলাকার সাধারণ মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে এবং পুরো অঞ্চলে অস্থিরতা আরও বাড়বে।
সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তীব্র লড়াই, কোন দিকে মোড় নেবে পরিস্থিতি
আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল নিলো পাকিস্তান