টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা ওয়ানডেতে নিয়েছে আফগানিস্তান। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে হাশমাতুল্লাহ শাহিদীর দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শেষ ম্যাচে আফগানদের কাছে ২০০ রানে হেরে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে আফগান ক্রিকেটাররা আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদে।
র্যাঙ্কিং আপডেটের পর ওয়ানডেতে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন আফগান স্পিন জাদুকর রশিদ খান। তার রেটিং পয়েন্ট এখন ৭১০। বাংলাদেশ সিরিজে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ছিল মাত্র ২.৭৩, যা প্রমাণ করে তিনি কতটা নিয়ন্ত্রণে রেখেছেন প্রতিপক্ষ ব্যাটারদের।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও আফগানদের দাপট। এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন আজমতউল্লাহ ওমরজাই, যার রেটিং পয়েন্ট ৩৩৪। বাংলাদেশ সিরিজে তিনি নিয়েছেন ৭ উইকেট এবং ব্যাট হাতে রেখেছেন কার্যকর অবদান।
প্রথম ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন এই তরুণ। তাঁরই কারণে আগের শীর্ষ অলরাউন্ডার সিকান্দার রাজা এখন দুই নম্বরে নেমে গেছেন ৩০২ পয়েন্ট নিয়ে। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি অবস্থান করছেন তিন নম্বরে, আর রশিদ খান চতুর্থ স্থানে উঠে এসেছেন দুই ধাপ অগ্রগতি নিয়ে।
ব্যাটিংয়েও উজ্জ্বল আফগানরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছেন ইবরাহিম জাদরান। তিন ম্যাচে তার রান ২১৩, গড় ৭১ এবং স্ট্রাইকরেট ৭৭.১৭। প্রথম ও দ্বিতীয় ম্যাচে সমান ৯৫ রান করে ধারাবাহিকতার দারুণ নজির স্থাপন করেন তিনি। র্যাঙ্কিং হালনাগাদের পর ৮ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ওয়ানডে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে, রেটিং পয়েন্ট ৭৬৪। কেবল ভারতের শুবমান গিল আছেন তাঁর ওপরে, ৭৮৪ পয়েন্ট নিয়ে।
অন্যদিকে বাংলাদেশের জন্য এই সিরিজ এবং র্যাঙ্কিং দুটোই অম্লমধুর। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে এখন পাঁচ নম্বরে। তবে বোলারদের তালিকায় চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে। ব্যাট হাতে সিরিজে উল্লেখযোগ্য পারফরম্যান্স বলতে প্রথম ওয়ানডেতে তাঁর ৬০ রানের ইনিংসটি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন পাঁচ ধাপ, বর্তমানে অবস্থান ৬৫ নম্বরে।
তাওহীদ হৃদয় এই সিরিজে এক ফিফটি করে ব্যাটিং তালিকায় সাত ধাপ এগিয়ে এখন ৪২ নম্বরে। বিপরীতে বড় পতন ঘটেছে নাজমুল হোসেন শান্তর। তিনি পিছিয়েছেন ১২ ধাপ, অবস্থান করছেন ৪৩ নম্বরে। বোলারদের মধ্যে তাসকিন আহমেদ এক ম্যাচ খেলেই ১১ ধাপ পিছিয়ে গেছেন। ৩৪ নম্বরে আছেন এই পেসার।
