ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পিএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হবে। এতে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে এ প্রতিনিধিদল সংলাপে অংশ নেবেন।

LH/FJ
আরও পড়ুন