ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই 

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম

পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় আগুনে পুড়ে পাঁচটি দোকান ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী জানায়, রোববার রাত ৩ টার দিকে  সদর উপজেলার রানীপুর বাজারের একটি দোকানে আগুনের সুত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান, একটি জুয়েলারি দোকান, একটি পোল্ট্রি দোকান এবং একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, রোববার রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

JMR
আরও পড়ুন