ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম

নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাতকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী- ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ও ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে সেমস বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়নসহ আয়োজিত এ মেলায় ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থীর উপস্থিতি আশা করা হচ্ছে। পাশাপাশি থাকছে চারটি সেমিনার ও জ্ঞান-বিনিময় সেশন।

বিল্ড সিরিজ: নির্মাণ সামগ্রী, প্রযুক্তি, ইন্টেরিয়র ডিজাইন ও আবাসন সমাধান নিয়ে অনুষ্ঠিত হবে ৩০তম বিল্ড বাংলাদেশ ২০২৫ ও ২৪তম রিয়েল এস্টেট এক্সপো।

পাওয়ার সিরিজ: বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ও আলোক প্রযুক্তিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে ২৭তম পাওয়ার বাংলাদেশ, ২২তম সোলার বাংলাদেশ ও ৭ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো।

ওয়াটার এক্সপো: পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, লবণাক্ততা দূরীকরণ ও স্মার্ট পানি ব্যবস্থাপনার প্রযুক্তি প্রদর্শন করা হবে ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনীতে।

এ বছর সোলার বাংলাদেশ এক্সপোর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ। প্রদর্শনীর শেষ দিনে ১৫ নভেম্বর আইসিসিবিতে দিনব্যাপী অনুষ্ঠিত হবে “Shaping Tomorrow’s Energy Workforce” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

এ প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি-সহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে। ভ্রমণ ও কার্গো পার্টনার হিসেবে থাকছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টির বেশি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে। এসব আয়োজনে অংশ নিয়েছে ৫৫ হাজারের বেশি প্রদর্শক এবং ২০ লাখের বেশি দর্শনার্থী।

DR/FJ
আরও পড়ুন