কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী জিসান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকাল ৪টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড মধুমতি সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিসান মিয়া একজন প্রাইভেটকার চালক। তিনি পৌর শহরের তাতারকান্দির কাইতার বাড়ির মৃত রোকন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে প্রাইভেটকার গাড়ির মালিকের কাছে বুঝিয়ে দিয়ে তার মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হন। পথিমধ্যে ভৈরব বাসস্ট্যান্ড মধুমতি সিনেমা হল সংলগ্ন এলাকায় মালবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহতের চাচাতো ভাই রাজু মিয়া বলেন, হঠাৎ একজন ফোন করে জানালো আমার ভাই নাকি ট্রাকের নিচে পড়েছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে ভাইকে মৃত দেখতে পায়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, বিকালে ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে সড়কে মৃত্যুহার কমানো সম্ভব’