ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকায় আজ যেসব কর্মসূচি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম

রাজধানী ঢাকায় আজ শুক্রবার দিনজুড়ে নানা রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তাদের নিজস্ব স্থানে আয়োজন করেছে সমাবেশ, সভা ও উদ্বোধনী অনুষ্ঠান।

শুক্রবার (২৪ অক্টোবর)  গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি তুলে ধরা হলো-

বিএনপির কর্মসূচি

দিনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মধ্যে অন্যতম বিএনপির দুটি অনুষ্ঠান।

বিকাল ৩টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ঢাকা ওয়ানগালা উদ্‌যাপন- ২০২৫’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকাল ৪টা ৩০ মিনিটে রবীন্দ্র সরোবর এলাকায় ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি

দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘ঢাকা সমাবেশ’। সমাবেশ শেষে অনুষ্ঠিত হবে রাজপথে গণমিছিল। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই সমাবেশে সভাপতিত্ব করবেন। দলটির দাবি, এ আয়োজনে অংশ নেবেন তাদের দশ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক।

জামায়াতের কর্মসূচি

বিকাল ৩টায় ঢাকা-১১ আসনের রামপুরা থানার উদ্যোগে জামায়াতে ইসলামী আয়োজন করেছে গণসমাবেশ। স্থান- রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের মাঠ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম।

এনসিপির কর্মসূচি

বিকাল ৫টা ৩০ মিনিটে শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) ও ঢাকা জেলার সমন্বয় সভা। সভায় উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

NB/AHA
আরও পড়ুন