ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবিস্মরণীয় সাফল্য সঙ্গী করে ফিরছে বাংলাদেশ কাবাডি দল

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

তৃতীয় এশিয়ান যুব গেমসে ঐতিহাসিক সাফল্য অর্জন করে আজ দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। বাহরাইনের মানামা থেকে আজ সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ব্রোঞ্জ পদক জয়ী দলকে বহনকারী বিমান।

এশিয়ান যুব গেমসের ইতিহাসে প্রথম পদক জয়ের গৌরব নিয়ে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো এ আসরে অংশ নিয়েই বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলই ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। গতকাল রাতে বাংলাদেশ সময় অনুসারে উভয় দলের হাতে পদক তুলে দেওয়া হয়।

আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে না পারার আক্ষেপ এবার ঘুচল কাবাডি দলের হাত ধরে। বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করে। মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করে।

মেয়েদের ঐতিহাসিক সাফল্যের পরপরই বাংলাদেশের ছেলেরাও একই ধারার পুনরাবৃত্তি করে ব্রোঞ্জ পদক জয় করে। কাবাডিতে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।

শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর বাংলাদেশ বালক দল দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। যদিও থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়েছিল তারা। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তবে পদক জয় নিশ্চিত করে দেশের মুখ উজ্জ্বল করেছে এই তরুণ দল।

আরও পড়ুন