ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪ দিনে কত আয় করলো রাশমিকা-আয়ুষ্মানের ‘থামা’

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম

দক্ষিনের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার দীপাবলি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ম্যাড্ডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’। ভূত-কমেডির মিশেলে এই ছবিতে জুটি বেঁধেছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা।

ঘোষণার পর থেকেই দর্শকরা এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশাও ছিল অনেক বেশি। মুক্তির পর প্রথম চার দিনে ভালো ব্যবসা করেছে সিনেমাটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চার দিনে ছবিটি ৬৫ কোটি রুপিরও বেশি আয় করেছে। প্রথম দিনে ২৫ কোটি রুপি আয় করে দারুণ শুরু করেছিল এটি। সে তুলনায় চতুর্থ দিনের আয় ৯ দশমিক ৫৫ কোটি রুপি।

ম্যাড্ডকের হরর কমেডি ইউনিভার্সের আগে সব ছবি হিট ও সুপারহিট হলেও ‘থামা’র চতুর্থ দিনের আয় শঙ্কার মুখে ফেলেছে। এখন সিনেমাটি ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

১৪৫ কোটি রুপি বাজেটে সিনেমাটি নির্মাণ করেছেন আদিত্য সরপোতদার। বর্তমানে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবিতে এটির রেটিং ৬ দশমিক ৫।

LH/FJ
আরও পড়ুন