ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নতুন কুঁড়ির সেরা দশের লড়াই শেষ হবে বুধবার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর সেরা দশ পর্বের লড়াই চলছে জমজমাটভাবে। ২৪ অক্টোবর শুরু হওয়া এই পর্ব শেষ হবে আগামী বুধবার (২৯ অক্টোবর)।

আগের মতোই এবারের আসরেও প্রতিযোগীদের পারফরম্যান্সে মুগ্ধ বিচারকরা। তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে আগামী প্রজন্মের নতুন তারকারা।

গত মঙ্গলবার শেষ হয় চূড়ান্ত বাছাই পর্ব। প্রতিটি শাখা ও বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জন করে প্রতিযোগী নির্বাচিত হয়েছেন সেরা দশ পর্বের জন্য। তবে একই নম্বর পেয়ে একাধিক প্রতিযোগীও এই রাউন্ডে লড়াই করার সুযোগ পেয়েছেন।

অডিশন ও প্রতিযোগিতা চলছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঢাকা কেন্দ্রের রামপুরা প্রাঙ্গণে। সেরা দশ পর্ব শেষে ফলাফল প্রকাশ করা হবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে। উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী ধাপে গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

NB/SN
আরও পড়ুন