মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রায় সব জায়গাই গুন্ডামি স্টাইলে চলছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে এসব মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুন্ডামি থামাতে না পারলে চাকরিপ্রার্থীদের লালফিতার পেছনে ছোটার দুর্ভোগ কমানো সম্ভব নয়। মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগ-ভাটোয়ারা আর পোস্টিং নিয়ে ব্যস্ত উল্লেখ করে এনসিপির মুখ্য সংগঠক বলেন, অভ্যুত্থানের পরে আমলারাই সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে, আগে নিজেদের প্রমোশন নিশ্চিত করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়কে সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, তাদের প্রাধান্য তালিকায় চাকরিপ্রার্থীরা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বত্র গুন্ডামি। মন্ত্রণালয়ে যারা রয়েছেন তারা এখনকার সময়ে দাঁড়িয়েও যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন না। যার ফলস্বরূপ এই প্রজন্মের ক্রোধ দেখতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শুরুই হয়েছিল বিসিএসে বৈষম্য প্রতিরোধের জন্য। কিন্তু এখনও পিএসসির মধ্যে বিভিন্ন সমন্বয়হীনতা রয়েছে।
বিসিএসের বিষয়ে পিএসসির তরফ থেকে আন্তরিকতা রয়েছে জানিয়ে তিনি বলেন, কিন্তু চাকরি বিধি সংশোধন প্রয়োজন। যার এখতিয়ার রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে।
রাজনৈতিক বিবেচনায় ভাইভা না নেওয়ার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, পিএসসি সংস্কারের চেষ্টা করছে। বিসিএস এক বছরের মধ্যে শেষ করার জন্য সুপারিশ করা হয়েছে।
জুলাই সনদে স্বাক্ষর শুধু আনুষ্ঠানিকতা: এনসিপি
আওয়ামী লীগ আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে