ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অনলাইন উত্যক্তকারীদের চিহ্নিত করতে এআই আনছে অস্ট্রেলিয়া

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম

অস্ট্রেলিয়ার পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি প্রোটোটাইপ টুল তৈরির কাজ করছে, যা জেন জি-প্রজন্মকে লক্ষ্য করে অনলাইন উত্যক্তকারীদের পাঠানো বার্তা ও ইমোজি বিশ্লেষণ করবে।

বুধবার (২৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার পুলিশের এক শীর্ষ কর্মকর্তা এসব তথ্য জানান। 

দেশটির ফেডারেল পুলিশ কমিশনার ক্রিসি ব্যারেট বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম হয়রানি, যৌন শোষণ এবং উগ্রবাদের বিচরণক্ষেত্র হয়ে উঠেছে।

ফেডারেল পুলিশ কমিশনার ক্রিসি ব্যারেট জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আজ শিশু ও কিশোরদের জন্য হয়রানি, যৌন শোষণ এবং উগ্রবাদের জন্য একটি বিচরণক্ষেত্র হয়ে উঠেছে। নতুন সফটওয়্যারটি মাইক্রোসফটের একটি টুল ব্যবহার করে তৈরি হবে এবং এটি সাধারণ ইমোজি ও বার্তার আড়ালে থাকা খারাপ ইঙ্গিত শনাক্ত করতে পারবে।

‘ক্রাইমফ্লুয়েন্সার’ নামে পরিচিত এসব অনলাইন প্ররোচনাকারীর সংখ্যা বাড়ছে বলেও সতর্ক করেছেন এই পুলিশ কর্মকর্তা। ব্যারেট জানান, এরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণ ও প্রান্তিক ব্যবহারকারীদের টার্গেট করে।

তিনি আরো বলেন, ‘এদের কাজই বিশৃঙ্খলা সৃষ্টি এবং অন্যের ক্ষতি করা। তাদের বেশিরভাগ শিকার ১০ থেকে ১২ বছর বয়সী ও টিনএজ কিশোরীরা।’

অস্ট্রেলিয়া আগামী ১০ ডিসেম্বর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বাধ্য করবে ১৬ বছরের নীচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সরাতে।

NB/FJ
আরও পড়ুন