গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এক হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (২৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯৪৫ জনকে ওয়ারেন্ট মূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।
স্বামীকে ‘গ্যাসের ট্যাবলেট’ খাইয়ে হত্যা, আটক নববধূ