ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৈয়দ রেজাউল করিম

স্বাধীনতার ৫৩ বছর পরও দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন কখনো জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার গঠন হবে আর জাতীয় সরকার দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে।’

 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রেজাউল করিম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের অর্থ লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এরা দেশ ও জাতির শত্রু। জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে আর এদের পেতাত্তারা এখনো বিরাজমান। তাদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার ৫৩ বছর পরেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। এ দেশ স্বাধীন হয়েছিল এগুলোর ভিত্তিতেই। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি বরং দেশটি বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে অবস্থান করেছে। বিএনপির আমলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে প্রথম হয়েছিল বাংলাদেশ। দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে।’

 

তিনি জাতীয় সনদের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

 

ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, যুব আন্দোলনে জেলা সভাপতি হাফেজ তাওহীদুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এ সময় ইসলামী আন্দোলনের কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের এমপি প্রার্থী ও সহযোগী সংগঠনের নেতাসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

HN
আরও পড়ুন