ভোলার লালমোহনে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে ৬নং ওয়ার্ডের আনন্দবাজার সংলগ্ন মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার আলা উদ্দিনের মেয়ে সানজিদা (৮) ও মোসলে উদ্দিনের মেয়ে মারিয়া (৭)। তারা একই বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেকক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ২ শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু