ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৮ ঘণ্টায় তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম

দেশের তিনটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের উত্তর ছত্তিশগড় রাজ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে।

এর ফলে শুক্রবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বজ্রসহ ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের ঝুঁকিও বাড়তে পারে। তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

DR
আরও পড়ুন