'সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়' এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরণের মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ দিবসকে কেন্দ্র করে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। পৌর কলেজের প্রভাষক আয়েশা আক্তার রিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন।
আরও বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সমবায়ী আব্দুল আলিম ও মোক্তার হোসেন।
চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে ১৩টি কেন্দ্রীয় ও ১ হাজার ৬৩০টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এ সকল সমিতিতে ৬৪ হাজার ২৯০ জন ব্যক্তি সদস্য রয়েছেন যাদের সংগৃহীত মূলধন ৭ কোটি ৩৭ লাখ টাকা।
অনুষ্ঠানে ৬ জন সুবিধাভোগী নারী ও পুরুষের মাঝে ঋণের চেক এবং ৫ জন সমিতির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
