ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:২৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে। বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ, এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে আসন্ন নির্বাচন, দলের নিবন্ধন, শাপলা প্রতীকসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

NB/SN
আরও পড়ুন