জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল আজ রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে। বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ, এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে আসন্ন নির্বাচন, দলের নিবন্ধন, শাপলা প্রতীকসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও ভিত্তিহীন