ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের পাশে পার্ক করা একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায় এবং ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।

দিল্লি দমকল বিভাগ জানায়, খবর পাওয়ার পরপরই ৭টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে পুরো এলাকা এখনো ঘিরে রেখেছে পুলিশ ও বিশেষ বাহিনী।

এদিকে বিস্ফোরণের পর পুরো দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর টিম।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এ মুহূর্তে বিস্ফোরণের কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে, ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনের গোলা ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনের কাচ ভেঙে যায়। বিস্ফোরণের পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

DR/FJ
আরও পড়ুন