ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

জুমার নামাজ চলাকালে ইন্দোনেশিয়ার এক মসজিদে বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানী জাকার্তার একটি স্কুল প্রাঙ্গণের মসজিদে এই বিস্ফোরণ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

জাকার্তার পুলিশপ্রধান আসেপ এদি সুউহেরি জানান, রাজধানীর উত্তরাংশে কেলাপা গাডিং এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভি এবং মেট্রো টিভিতে প্রচারিত খবরে দেখা যায়, ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে মসজিদের ছবিতে ব্যাপক কোনও ধ্বংসের চিহ্ন দেখা যায়নি।

সূত্র: রয়টার্স

DR/FJ
আরও পড়ুন