আন্তর্জাতিক ফুটবলে এবার বিরল এক দৃশ্য দেখা যাবে একই দলে লিওনেল মেসির সতীর্থ হিসেবে খেলবেন আপন দুই ভাই। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলবেন ম্যাক অ্যালিস্টার ভাইরা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও তার বড় ভাই কেভিন ম্যাক অ্যালিস্টার।
ইনজুরির কারণে দলে জায়গা হারান তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার বদলি হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন কেভিন ম্যাক অ্যালিস্টার। ৩১ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে খেলেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ২০২৩ সাল থেকে ক্লাবটিতে নিয়মিত খেলছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে প্রথমবার ডাক পেয়ে উচ্ছ্বসিত কেভিন বলেন, এটা আমার জীবনের প্রথমবার। আমি জানি, আমি একা এটা অর্জন করিনিএই ড্রেসিং রুমের প্রতিটি মানুষের অবদানে এটা সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই।
পরিবারের আবেগঘন প্রতিক্রিয়াও তুলে ধরেছেন তিনি। আমার পরিবার ভীষণ খুশি। আমি যখন স্ত্রীকে ফোন করি, তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। এটা এক অসাধারণ অনুভূতি। আগামীকাল আমি এক স্বপ্ন পূরণের পথে হাঁটব।
২০১৯ সালে প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর থেকে নিয়মিতই আছেন স্কালোনির দলে। এখন দেখার বিষয় তার বড় ভাই কেভিন ম্যাক অ্যালিস্টারও কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আর্জেন্টিনার জার্সিতে।
