জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘আমরা মনে করি ১৩ তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে আস্ফালন। শেখ হাসিনার রায় ঘোষণা করা হতে পারে। সেটারই তারা বিরোধিতা করছেন। কিন্তু এটাই বাস্তবতা। সবগুলো এভিডেন্স চলে এসেছে। যে শেখ হাসিনা নিজেই এই হত্যাকাণ্ডগুলোকে নির্দেশ দিয়েছেন। মানুষকে খুন করতে নির্দেশ দিয়েছেন।
একজন খুনির পক্ষে যারা দাঁড়ায়। তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার আর কখনই ফিরে পাবে না। তারা হয়তো আগুন সন্ত্রাস করবে। মানুষকে হয়তো খুন করবে। কিন্তু মানুষেরা যেমন করে নিজের জীবন বাজি রেখে ২৪ এ তাদের বিজয় ছিনিয়ে এনেছে। তেমনিভাবে সামনের দিনে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত।’
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রংপুরের কাউনিয়ার সারাই ইউনিয়নের মদামদন এলাকার গোলজার মেম্বারের বাড়ির উঠোনে-উঠোন বৈঠকে বক্তব্য দেওয়ার তিনি একথা বলেন।
তিন দিনের সফরে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রংপুর আসেন আখতার। এ সময়ে তার নির্বাচনী আসন পীরগাছা এবং কাউনিয়ার বিভিন্ন স্থানে উঠান বৈঠক মতবিনিময় সভা এবং গণসংযোগ করেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তার ঢাকা ফেরার কথা রয়েছে।
১৩ নভেম্বরের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিষয়ে আখতার বলেন, ‘২৪ এর ৫ আগস্টের থেকে আওয়ামী লীগ উম্মাদ হয়ে গেছে। তারা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চাপিয়ে দিয়েছে। অসংখ্য মানুষকে গুম করেছে খুন করেছে। নির্যাতন, নিপীড়ন তারা করেছে। এবং সেই সিলসিলা থেকে তারা বের হয়ে আসতে পারে নাই। তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নাই। বরং কিভাবে ভারতের সহযোগিতায় বাংলাদেশে নাশকতা করতে পারে সেই ধরনের ছক তারা কষতেছে। তারা বিদেশে বসে বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করছে। আগুন সন্ত্রাস করছে। মানুষকে তারা পুড়িয়ে মারছে। তারা বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন জায়গায় তারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তারা মনে করছে এগুলোর মধ্যে দিয়ে তারা তাদের পতিত যে সাম্রাজ্য তারা ফিরে পাবে।’
আখতার বলেন, ‘কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে মানুষ আর আওয়ামী লীগের সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। আমরা জাতীয় নাগরিক পার্টির আমরা দৃঢ় চিত্তে বলতেছি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ৫ আগস্ট যেভাবে আমরা আওয়ামী লীগকে পরাজিত করছি। ঠিক তেমনিভাবে সামনে দিনেও আওয়ামী লীগকে সামনে দিনে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি।’
শেখ হাসিনার ফাঁসির দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ