ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওয়াইফাই ও মোবাইল ফোনের ৫জির পার্থক্য কি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ‘৫জি’ শব্দটি এখন সবার পরিচিত। তবে অনেকেই ওয়াইফাই রাউটারের ‘৫জি’ আর মোবাইল ফোনের ‘৫জি’কে একই প্রযুক্তি মনে করেন। আসলে এই দু’টির মধ্যে পার্থক্য বিশাল।

ওয়াইফাইয়ের ৫জি কী

ওয়াইফাই ৫জি হল পাঁচ গিগাহার্জের একটি ব্যান্ড। এটি একটি রেডিও ফ্রিকোয়েন্সি, যা রাউটারের মাধ্যমে মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা হয়। সংযুক্তি সম্পন্ন হলে ব্যবহারকারীরা ওই ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

ওয়াইফাই ৫জি ব্যবহার করলে ইন্টারনেটের গতি অত্যন্ত দ্রুত হতে পারে সর্বোচ্চ ১ জিবিপিএস বা তার বেশি। তবে এর পরিসর সীমিত। অর্থাৎ, রাউটার যেখানে থাকবে, তার আশপাশের এলাকার মধ্যে এই গতি পাওয়া যাবে; দূরে গেলে ইন্টারনেটের সুবিধা মিলবে না।

মোবাইল ফোনের ৫জি কী

অন্যদিকে মোবাইল ফোনের ৫জি হল পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক। এটি মোবাইল টাওয়ার ও সিম কার্ডের মাধ্যমে কাজ করে। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা শহর বা বড় এলাকা জুড়ে ইন্টারনেটের সুবিধা নিতে পারেন।

মোবাইল ৫জির গতি ওয়াইফাই ৫জির তুলনায় কম হতে পারে, কিন্তু এর পরিসর অনেক বড়। অর্থাৎ, আপনি যেখানেই থাকুন, শহর বা গ্রামে ৫জি নেটওয়ার্কের সুবিধা পেতে পারবেন।

সারসংক্ষেপ

  • ওয়াইফাই ৫জি: দ্রুত, সীমিত পরিসর, রাউটার নির্ভর
  • মোবাইল ৫জি: বেশি পরিসর, শহর/বৃহৎ এলাকা কভারেজ, গতি ওয়াইফাই তুলনায় কম

এখন থেকে বুঝে ব্যবহার করুন ওয়াইফাই ৫জি আর মোবাইল ৫জি এক নয়, তারা পুরোপুরি আলাদা প্রযুক্তি।

NB/AHA
আরও পড়ুন