রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটকের ৬ ঘণ্টা পর মায়ের মুচলেকায় ছাড়া পেয়েছে কিশোর নিজন।
মুক্তির পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গণমাধ্যমকে কিশোর নিজন বলে, ‘আমি রাজনৈতিক পরিবারের ছেলে। ছোট থেকেই বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। বঙ্গবন্ধু সম্পর্কে জানার খুব ইচ্ছে আমার।’
নিজন আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সম্পর্কে লেখা বিভিন্ন বই সংগ্রহ করা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংগ্রহ করার শখ আমার। বঙ্গবন্ধুর পোড়াবাড়ির ইট সংগ্রহ করতেই সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে ইট সংগ্রহ করার পর আমাকে আটক করা হয়। এরপর ধানমণ্ডি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়।’
কিশোর আরও বলে, ‘ধানমণ্ডি ৩২ থেকে সংগ্রহ করা ইটগুলো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। থানায় পুলিশ বলেছে, আর যেন ধানমণ্ডি ৩২-এর আশপাশে না দেখা যায় আমাকে।’
এর আগে, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমণ্ডি ৩২ থেকে এই কিশোরকে আটক করা হয়। আটকের পর কিশোরকে পুলিশভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা। ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট-কোট-টাই রয়েছে। তার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘ইট সংগ্রহ’ করে রেখেছিল।
