জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।
রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত
নতুন পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ বের করবেন যেভাবে