ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতীয় নম্বর থেকে ফোন

ফাঁসি দিলে ছাড় নয়, প্রসিকিউশনকে হুমকি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন টিমের সব সদস্যকে রোববার (১৬ নভেম্বর) রাত থেকে অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে।

প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, রোববার রাত থেকে তাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে এবং অকথ্য গালিগালাজ করা হয়।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি। অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।’

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।’

এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেয়ার কিছু নেই।

DR/SN
আরও পড়ুন