ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এএফসি এশিয়ান কাপ বাছাই

ভারত সেরা অবস্থায় নেই, আমাদের বড় সুযোগ আছে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩১ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাছাইপর্বের পঞ্চম রাউন্ডের এই ম্যাচ। দুই দলই মূল পর্ব থেকে ছিটকে যাওয়ার পর এবার এটি মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। 

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচকে ঘিরে উচ্চ উৎসাহ ও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। ২০১৩ সাল থেকে জাতীয় দলে খেলছেন জামাল, তিনি ভারত-বাংলাদেশের ম্যাচের আবেগ-উত্তেজনা ভালোভাবেই উপলব্ধি করেন। 

জামাল বলেছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ সবসময় উত্তেজনাপূর্ণ হয়। বছরের শেষ ম্যাচ, আর সেটা ভারতের বিপক্ষে, তাই আমরা সবাই খুব উজ্জীবিত এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

দীর্ঘদিন ধরেই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ, তবে এই ম্যাচে নতুন কিছু প্রবাসী ফুটবলার দলে যোগ দেওয়ায় দলের শক্তি অনেক বাড়ানো হয়েছে। জামাল মনে করেন, এই দলে বাংলাদেশ ফুটবলে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গঠন হয়েছে।

জামালের ভাষ্য, ভারত এখন সেরা অবস্থায় নেই, তাই আমাদের বড় সুযোগ আছে। তবে ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।

দলের রক্ষণের কিছু দুর্বলতার কথাও স্বীকার করে জামাল বলেন, ডিফেন্সে সমস্যা আছে, কিন্তু যদি ভারত আক্রমণাত্মক ফুটবল খেলতে উঠে, তবে আমাদের সামনে অনেক জায়গা খালি থাকবে। রাকিব দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতির স্ট্রাইকারদের একজন। তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভারতের রক্ষনভাগকে তছনছ করে দিতে পারব।

 

ম্যাচের টিকিট শেষ হওয়ায় প্রমাণিত হয় যে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ভারতের বিপক্ষে এই খেলায় ব্যাপক উৎসাহিত। জামাল এই ম্যাচকে দেশের ফুটবলপ্রেমীদের জন্য জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।

HN
আরও পড়ুন