ঢাকা
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:২৫ এএম

ভূমিকম্পে রাজধানীর ঢাকায় হতাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এজন্য নিহত ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেওয়া হবে।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আহত ব্যক্তির ক্ষেত্রে, চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য ব্যক্তি নিজে অথবা তার পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮।

গতকাল সকাল পৌনে ১১টার কিছু আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তীব্রতা ৫ দশমিক ৫ উল্লেখ করেছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন চারজন। এছাড়া নরসিংদীতে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ পাঁচজন। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। তারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

AHA
আরও পড়ুন