ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিআইপিএসএস সভাপতি

প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য দিল্লি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৪ এএম

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার আওতায় হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য দিল্লি।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর উদ্বোধনী দিনে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান।

এম মুনিরুজ্জামান বলেন, ‘আমাদের একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় ভারত প্রায় আইনগতভাবেই তাকে ফেরত পাঠাতে বাধ্য। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতকে বাংলাদেশের আইনগত প্রক্রিয়াকে সম্মান জানিয়ে বিলম্ব ছাড়াই হাসিনাকে ফেরত পাঠানো উচিত বলে আমি মনে করি।’

নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান বলেন, ‘যদি ভারত আন্তর্জাতিক নিয়ম-কানুন, নীতি ও শৃঙ্খলাকে সম্মান করে, তবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে তাদের বাংলাদেশের আইনগত ব্যবস্থাকেও সম্মান জানানো উচিত। যদি সেই সম্মান থাকে তবে সবদিক থেকেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।’

জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

গত বছ‌রের ৫ আগস্ট শেখ হা‌সিনা সরকা‌রের পতন হয়। ওই সম‌য়ে শেখ হা‌সিনা ভারতে আশ্রয় নেন। ভার‌তে থাকা বাংলাদেশের সা‌বেক প্রধানমন্ত্রী‌কে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চে‌য়ে চি‌ঠি দেয় অন্তর্বর্তী সরকার। সেই চিঠির জবাব আসেনি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে দিল্লিতে ঢাকা থেকে চিঠি যাওয়ার কথা। তবে এখন অবধি চিঠি গেছে কি না, সেটি স্পষ্ট করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

HN
আরও পড়ুন