ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। সোমবার (২৪ নভেম্বর) ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ এর লিখিত অংশের (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) আসন ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিস্তর নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

পিএসসি জানায়, আগামী ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই পরীক্ষায় প্রার্থীরা নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও নিয়ম মেনে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইসসহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে কোনো প্রার্থী যদি পরীক্ষার সময় নিয়ম ভাঙেন বা অসদুপায় অবলম্বন করেন, তবে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিএসসির পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে প্রবেশের সময় প্রার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। পরীক্ষার্থীরা কোনো নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার নিয়মাবলি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা

লিখিত পরীক্ষায় কেবল সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলির পরীক্ষার্থীরা। তবে পরিসংখ্যান (বিষয় কোড ৯৮১) পরীক্ষায় পরীক্ষার্থীরা কিছু পরিসংখ্যানিক সারণি সঙ্গে নিয়ে আসতে পারবেন।

পিএসসি আরও জানায়, পরীক্ষার হলে প্রবেশের পর পরীক্ষার্থীরা মুখ বা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। ভুল কোড পূরণ, কাটাকাটি কিংবা ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল হয়ে যাবে। পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো প্রার্থী যদি পরীক্ষার সময়ে অসদুপায় অবলম্বন করেন, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

বিশেষ ব্যবস্থা ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য সুবিধা

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য পিএসসি প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান করবে। বিশেষত দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া পরীক্ষার প্রতি কক্ষে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে, যাতে পরীক্ষার শৃঙ্খলা বজায় থাকে।

পরীক্ষা কেন্দ্র ও সময়সূচী

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কিছু পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলা বিষয়ে (কোড ০০১ ও ০০২) পরীক্ষা দুটি দিনে অনুষ্ঠিত হবে- ২৭ নভেম্বর ০০১ কোডের ৩ ঘণ্টার পরীক্ষা এবং ৩০ নভেম্বর ০০২ কোডের ৪ ঘণ্টার পরীক্ষা।

এছাড়া মানসিক দক্ষতার এমসিকিউ পরীক্ষা (বিষয় কোড ০০৯) ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন কোনোভাবেই পরীক্ষার নিয়ম লঙ্ঘন না করেন এবং পরীক্ষার সকল নির্দেশনা মেনে চলেন।

LH/FJ
আরও পড়ুন