ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষে রাজধানীর কুয়ালালামপুরের বুকিত কিয়ারা রিসোর্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালয়েশিয়ার নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল টি এস শামসুদ্দীন বিন হাজি লুদিন এবং তার সহধর্মিণী নূর বালখিসাম বিনতি আবু বাকার।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


 
মালয়েশিয়া হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো: হাসান তারিক মন্ডল তার শুভেচ্ছা বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্কের প্রতি আলোকপাত করেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে বলেন, ‘পেশাগত দক্ষতা ও নিষ্ঠার কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ বিশ্বের বুকে সমাদৃত।’ 
 
হাইকমিশনার আরো বলেন, ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিয়োগের গৌরব অর্জন করেছে যা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করেছে।’

বক্তব্য শেষে হাইকমিশনার গেস্ট অব অনার এবং প্রতিরক্ষা উপদেষ্টাকে নিয়ে দিবসটি উপলক্ষে কেক কাটেন। সর্বশেষে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।
 
সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৪০টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা, স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতারা এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

HN
আরও পড়ুন