ঢাকা–১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামানের উদ্যোগে যুব-ছাত্র নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর ভাষানটেক বি আর পি মাঠের এই সমাবেশে আসতে শুরু করেছে নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রস্তুত বিশাল মঞ্চ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি স্ক্রিন। সমাবেশে মিছিল নিয়ে আসতে শুরু করেছে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। গণসমাবেশকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
দেখা গেছে, সমাবেশে আগত সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে রাখা হয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প, টয়লেট ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সার্ভিস।
ঢাকা মহানগর উত্তরের আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম। এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা-১৭ আসনের সংসদ প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
