চুয়াডাঙ্গার জীবননগরে গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শহিদুল উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। শহিদুলের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
এ বিষয়ে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিকেলে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের ভারতের ৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।
সালথায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০০
