ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শিক্ষার্থী নির্যাতন

বিচারের অগ্রগতি নেই, সম্মাননা বর্জন করলেন গকসুর নেতা জিন্নাহ্

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ এএম

র‍্যাগিং ও যৌন নিপীড়নের বিচারের অগ্রগতি না হওয়ায় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর অভিষেক অনুষ্ঠানের সম্মাননা বর্জন করেছেন গকসুর প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস জিন্নাহ।

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস জিন্নাহ বলেন, “আমরা যে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছি, সেই শিক্ষার্থীদের একজন আজ র‍্যাগিং ও সেক্সুয়্যাল হ্যারাসমেন্টের শিকার হয়ে হাসপাতালে আছেন। যতক্ষণ এই ঘটনার সুষ্ঠু বিচার না হবে এবং ৩২ একর ক্যাম্পাস র‍্যাগমুক্ত না হবে, ততক্ষণ আমি এই সম্মাননা গ্রহণ করবো না। গকসুর নেতা হিসেবে আমি সবসময় মজলুমের পাশে। আজ গকসুর প্রতিনিধি হিসেবে প্রতিবাদস্বরূপ আমার এই অবস্থান।”

অন্যদিকে, ভুক্তভোগীর সহপাঠীরা প্রশাসনিক ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে আশুলিয়ার নলাম এলাকার একটি মেসে ডেকে নিয়ে আইন বিভাগের শিক্ষার্থী শের আলীকে (৩৩ ব্যাচ) র‍্যাগিংসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। একই ঘটনায় ৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

HN
আরও পড়ুন