ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে কাতার সরকারের পক্ষ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, আজ বেলা ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন যুক্তরাজ্যের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডা. রিচার্ড বিল বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন। তিনি বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করছেন।

এর আগে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) ডা. রিচার্ড বিলের নেতৃত্বে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছায়। তাঁরা এভারকেয়ার হাসপাতালের স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন এবং খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান।

৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

DR/SN
আরও পড়ুন