ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সপ্তাহে বাংলাদেশের তিনটি ফ্লাইট যাবে পাকিস্তান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে পাকিস্তানের করাচি রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।

বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে দেওয়া বক্তব্যের ফাঁকে দ্য নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেন, ‘হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।’

ভারতের আকাশসীমা ব্যবহারের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, যেভাবে ভারতীয় প্লেন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, ঠিক তেমনি বিমানের ফ্লাইটও ভারতের ওপর দিয়েই উড়বে।

জিও টিভি জানিয়েছে, একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, পাকিস্তানের ওপর যেহেতু ভারত তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রেখেছে, তাই এ মুহূর্তে পাকিস্তানের কোনো বিমান সংস্থার ঢাকায় ফ্লাইট পরিচালনার খুব বেশি একটা সম্ভাবনা নেই।

পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য, সংযোগ এবং সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু সীমিত প্রবেশাধিকার, সীমান্ত-সংক্রান্ত বিধিনিষেধ এবং আঞ্চলিক রাজনীতি এখনও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে চলেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে, কিন্তু প্রবেশাধিকারের অভাব এক্ষেত্রে এখনও সবচেয়ে বড় বাধা হয়েছে।

আগে রেলপথের মাধ্যমে দুই দেশের মধ্যে সহজে বাণিজ্য হতো উল্লেখ করে বাংলাদেশি দূত বলেন, এখন পাকিস্তানের খেজুর দুবাই হয়ে আঞ্চলিক বাজারে পৌঁছায়।

সূত্র: জিও টিভি

NB
আরও পড়ুন