সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আজমানে কর্মরত বাংলাদেশি কাঠমিস্ত্রি মুহাম্মদ মহিন প্রথম চেষ্টাতেই বড় বাজিমাত করে জিতে নিলেন ২ লাখ ৫০ হাজার দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ ৩০ হাজার টাকা। দেশটির রাজধানী আবুধাবিতে ইয়াস মেরিনা সার্কিটে অনুষ্ঠিত আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে ‘বিগ টিকিট’র ফর্মূলা ওয়ান চালকভিত্তিক একটি গেম খেলে এই মোটা অঙ্কের পুরস্কার লাভ করেছেন মুহাম্মদ মহিন।
রোববার (৭ ডিসেম্বর) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ইয়াস মেরিনা সার্কিটে বিগ টিকিটের একটি ইয়াটে মুহাম্মদ মহিনসহ আরও কয়েকজন নির্বাচিত অংশগ্রহণকারীদের সিজন ফাইনাল রেসে অংশগ্রহণকারী একজন চালকের নাম বেছে নেয়ার কথা বলা হয়।
এ সময় বিগ টিকিটের দল পাঁচটি ফিনিশিং অবস্থান (৩, ৬, ১০, ১৩ ও ১৮) নির্ধারণ করে দেয়। মুহাম্মদ মহিনের এলোমেলোভাবে বেছে নেয়া রেসিং বুলসের চালক লিয়াম লসন ১৮তম স্থানে রেস শেষ করেন, আর যা ছিল পুরস্কারের জন্য নির্ধারিত অবস্থান। এতেই ২ লাখ ৫০ হাজার দিরহাম পুরস্কার লাভ করেন মুহাম্মদ মহিন।
বাংলাদেশি এ তরুণ তার এই বড় সাফল্যে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি জয়ী হবো, এটা কখনোই আশা করিনি। আমি গত ১০ বছর ধরে গ্র্যান্ড প্রিক্স দেখে আসছি। এটি আমার প্রথমবারের মতো বিগ টিকিট কাটা ছিল এবং প্রথমবারের চেষ্টাতেই জয়ী হয়েছি আমি।
এ সময় মুহাম্মদ মহিনের কাছে রেসিং বুলসের চালক লিয়াম লসনকে চেনেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি হাসতে হাসতে বলেন, না, আমি তাকে চিনি না। আমি এলোমেলোভাবে তার নাম বেছে নিয়েছিলাম।
৩০ বছর বয়সী বাংলাদেশি তরুণ জানান, তার পুরস্কারের এই অর্থ ৭২ জন সদস্যবিশিষ্ট একটি গ্রুপের সঙ্গে ভাগাভাগি করবেন। গ্রুপটির সদস্যদের অধিকাংশই বিগ টিকিটে নতুন।
মুহাম্মদ মহিন জানিয়েছেন, এই জয় তাকে ভবিষ্যতেও টিকিট কেনা চালিয়ে যেতে উৎসাহিত করবে। তিনি বলেন, ‘আমি টিকিট কেনা চালিয়ে যাব। ইয়াস মেরিনা সার্কিটে ফর্মুলা ওয়ান রেস দেখার সময়টা বেশ উপভোগ করেছি। এই অভিজ্ঞতাগুলো কখনো স্বপ্নেও ভাবিনি আমি।’
রাতেও শিক্ষা ভবনের সামনে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান