ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমধ্যসাগর থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

আপডেট : ২৫ মে ২০২৪, ০১:২০ এএম

ভূমধ্যসাগরের মাল্টার জলসীমা থেকে ১৯ বাংলাদেশিসহ ৫২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান উদ্ধারকারী জাহাজ সি-আই ফোর। ২০ মে সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।

সি-আই জানায়, ৫২ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৬ জনই পুরুষ। এছাড়াও ছিলেন ১৬-১৭ বছর বয়সী ছয় অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে চার জন সঙ্গীহীন।

নৌকাটিতে ১৯ জন বাংলাদেশি ছাড়াও ছিলেন ২৬ জন সিরিয়ান, চারজন ফিলিস্তিনি এবং একজন করে পাকিস্তান, মরক্কো ও মিশরের নাগরিক।

২০ মে সন্ধ্যায় একটি বিপদাপন্ন নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে সি-আই ফোর। উদ্ধারের পর দুই অভিবাসনপ্রত্যাশীকে জরুরি চিকিৎসাসেবা দিতে হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান এনজিওটি আরও জানায়, ওইদিন সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে জাহাজে তুলতে সক্ষম হয় সি-আই ফোরের উদ্ধারকর্মীরা। উদ্ধারের পর ইতালির রাভেনায় অভিবাসনপ্রত্যাশীদের নামাতে সি-আই ফোরকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

শনিবার (২৫ মে) জাহাজটি রাভেনার রোমাগনা বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

AS
আরও পড়ুন