ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মালয়েশিয়ায় অভিযানে ১৭ বাংলাদেশি আটক

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১২:১৯ পিএম

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারু এলাকা থেকে ১৭ বাংলাদেশিসহ মোট ৩০ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (৯ অক্টোবর) রাজ্যের অভিবাসন বিভাগের বরাতে দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেটস টাইম এ তথ্য জানিয়েছে।

দুই দিনের অভিযানে সুপারমার্কেট, লোহার কারখানা এবং বেশ কয়েকটি বাড়ি ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কেলান্তান ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন জানান, কোটা ভারু শহরের আশপাশের সুপারমার্কেট, জালান কুয়ালা ক্রাইয়ে দোকান এবং কাম্পুং সেবারাং পাসির মাস সালোরে লোহার কাজের ওয়ার্কশপ, পাসির পুতেহ, কাম্পুং পারমাটাং সুংকাইয়ের বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে বাংলাদেশের ১৭, পাকিস্তানের ২, মিয়ানমার ১, ভারতের ১, থাইল্যান্ডের ৪ পুরুষ ও ৫ নারীকে আটক করা হয়। আরও তদন্তের জন্য তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে। রাজ্যে বিদেশিদের উপস্থিতি বা আইন ভঙ্গকারী বিদেশিদের জড়িত কোনো কার্যকলাপ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জনান তিনি।

AHA/FI
আরও পড়ুন